মো. সাখাওয়াত হোসেন
মাে. সাখাওয়াত হােসেন জন্ম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা গ্রামে। বাবা মাে. আমানউল্লাহ এবং মা আনােয়ারা বেগম। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনােলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ হতে অনার্স এবং মাস্টার্স করেছেন। সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। একাডেমিক গবেষণার পাশাপাশি ক্রিমিনােলজিক্যাল ইস্যু ও সমসাময়িক বিষয় নিয়ে স্বনামধন্য জাতীয় দৈনিক ও অনলাইনে নিয়মিত লিখছেন। আদিবাসী, দলিত, পথশিশু সর্বোপরি মানবাধিকার ইস্যু নিয়ে কাজ করেছেন দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে, কাজ করেছেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ। দেশে এবং বিদেশে অপরাধবৈজ্ঞানিক ইস্যু নিয়ে অনুষ্ঠিত কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। আগ্রহের বিষয়বস্তু হচ্ছে। সন্ত্রাসবাদ, রাজনৈতিক অপরাধ, সহিংসতা, পুলিশিং তদন্ত, ভিকটিম বিষয়ক ইস্যু এবং বাংলাদেশের মহান। স্বাধীনতা সংগ্রাম। সংশ্লিষ্ট বিষয়ে গবেষণাধর্মী নিবন্ধ দেশে এবং বিদেশে প্রকাশিত হয়েছে। নাটকে অভিনয় এবং নাট্য সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে নিয়ে কয়েকটি বইয়েও নিবন্ধ প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রতি অদম্য আগ্রহ এবং ইতিহাসের দায়বােধ থেকেই ফজিলাতুন নেছা মুজিবের সামগ্রিক জীবনাচরণের উপর মূল্যায়নের তাগিদ থেকেই লেখার প্রয়াস। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনােলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের লেকচারার।