মো: আরিফুজ্জামান আরিফ
মাে. আরিফুজ্জামান আরিফ ১ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকার যাত্রাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বাের্ড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সঙ্গে পাশ করেন। এছাড়া আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। লেখালেখি করা ও ঘুরে বেড়ানাে তার প্রিয় শখ। ছােটবেলা থেকেই তার লেখালেখির অভ্যাস। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রকাশিত পত্রিকায় তার লেখা নিয়মিত ছাপা হচ্ছে। তিনি মূলত গল্প লিখতেই বেশি স্বাচ্ছন্দ বােধ করেন। বর্তমানে তিনি প্রকাশনা সংস্থা মহাকাল-এ ব্যবস্থাপকের পদে কর্মরত আছেন। ভালােবাসার গল্প লেখকের দ্বিতীয় গল্প গ্রন্থ। তার প্রথম গল্পগ্রন্থ ‘মনের গহীনে তুমি’ প্রকাশিত হয় ২০১৩ সালের ডিসেম্বরে। তার লেখা কাব্যগ্রন্থ ‘কবি’ প্রকাশের অপেক্ষায়।