Skip to Content
Filters

author.name

মো: সিরাজুল ইসলাম এফসিএ

মো: সিরাজুল ইসলাম এফসিএ দক্ষিণ বাংলার সীমান্তে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোলে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আটুলিয়া গ্রামে মােঃ সিরাজুল ইসলাম এফসিএ ১৯৭৬ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেন। স্মৃতিময় দুরন্ত শৈশব ও বর্ণময় কৈশাের কেটেছে তার চাঁদের আলােয় রুপালি ঝিলিক তােলা ছােট্ট নদী চুনার তীরের নির্জন গ্রামে মনের আনন্দে খেলে, নদীতে সাঁতার কেটে, মাছ। ধরে। কখনাে চাঁদনি রাতে ধবধবে সাদা জোছনার বুকে একাকী বসে থেকে, যেখানে পূর্ণিমা রাতে আকাশ ভেঙে নামা শুভ্র জোছনার প্লাবনে ভেসে যায় পল্লীর মাঠ, ঘাট, অবারিত প্রান্তর। কখনাে জোনাক জ্বলা আঁধার রাতে তারার আলােয় পথ চলে । তিনি ১৯৯২ সালে এস এস সি পাশ করার পরে লেখালেখির জগতে প্রবেশ করেন। তিনি ১৯৯৮ সালে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ২০১১ সালে Chartered Accountant হিসাবে Qualified হন এবং ২০১৬ সালে FCA ডিগ্রি অর্জন করেন। বর্তমানে Comitato Fellow Chartered Accountant (FCA) হিসাবে কর্মরত। পুরস্কার ও রােহিঙ্গা জীবনের গল্প ‘সীমান্তের ওপারে উপন্যাসের জন্য অমর সাহিত্য সম্মাননা-২০১৮ লাভ করেন। ওমর সিরাজ জি কিউ ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০১৮। অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ কর্তৃক অতীশ দীপঙ্কর মেমােরিয়াল অ্যাওয়ার্ড-২০১৮ পদকে ভূষিত হন। এ কাদের ফাউন্ডেশন কর্তৃক শিশির ভেজা পথ উপন্যাসের জন্য বিশেষ সাহিত্য পুরস্কার-২০১৭ এবং সাউথ আটুলিয়া চ্যারিটি ফাউন্ডেশন কর্তৃক ‘শিশির ভেজা পথ’ উপন্যাসে এইডস নিয়ে জনসচেতনতায় অবদান রাখার জন্য বিশেষ সাহিত্য পুরস্কার-২০১৭, মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড ২০১৮ পদকে ভূষিত হন।