Skip to Content
Filters

author.name

মোঃ জিয়াউল হক হাওলাদার

মােঃ জিয়াউল হক হাওলাদার জন্ম: ২৫ এপ্রিল ১৯৭২, বর্তমানে বাংলাদেশ পর্যটন করপােরেশন এর একজন সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ২০১০ সালে বাংলাদেশ সরকার যে পর্যটন উন্নয়ন নীতিমালা’ ঘােষণা করেন, তার প্রথম খসড়াটি জিয়াউল হক হাওলাদার প্রণয়ন করেন। জিয়াউল হক হাওলাদার ILO এবং UNDP এর পৃষ্ঠপােষকতায় গঠিত Industry Skills Council (ISC) for Tourism and Hospitality এর একজন সদস্য। তিনি বাংলাদেশ কারিগরী শিক্ষা বাের্ড (বিটিইবি) এর ‘টুর গাইড’ বিষয়ের National Assessor। তিনি National Assessor হিসেবে ইতােমধ্যে শ্রীমঙ্গল , বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় এর পাঠ শেষে স্পেন এর মাদ্রিদে ট্যুরিজম বিষয়ে ডিপ্লোমা করেন এবং থাইল্যান্ডের ফুকেটস্থ ‘Prince of Songkla University তে ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে। পড়াশুনা করেন। এছাড়া, তিনি জাপানের ওকিনাওয়া এবং নেপাল হতে ইকো-ট্যুরিজম এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ। করেন। শ্রীলংকায় 'কালাচার হেরিটেইজ ট্যুরিজম’ এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া, তিনি ভারত, অষ্ট্রিয়া, হাঙেরি, স্লোভাকিয়া, জার্মানি এবং চেক রিপাবলিক এ পর্যটন সংক্রান্ত কাজে ভিজিট করেন। মােঃ জিয়াউল হক হাওলাদার এর পর্যটন সংক্রান্ত বহু প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার দুটি প্রকাশিত বই গ্লোবালাইজেশন এন্ড টুরিজম ডেভেলাপমেন্ট অফ বাংলাদেশ এবং মােহিনী জাপান।