Skip to Content
Filters

author.name

মোসলেম উদ্দিন সাগর

মােসলেম উদ্দিন সাগরের জন্ম ২ জানুয়ারি ১৯৮৫ খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামে। মা মােছা. আবেদা খাতুন ও বাবা মরহুম লাল মিয়ার কনিষ্ঠ সন্তান তিনি। পড়ালেখা: রানীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রথম ও দ্বিতীয় শ্রেণি), রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় (ষষ্ঠ থেকে এসএসসি), অরুয়াইল আব্দুস সাত্তার কলেজ (এইচএসসি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর, উদ্ভিদবিদ্যা) । কর্মজীবন: সরকারের বিভিন্ন দপ্তরে তিনি চাকরি করেছেন। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে সরকারি দায়িত্ব পালন করছেন। প্রকাশিত গ্রন্থ: পথের শেষ নেই তবু পথে (কাব্যগ্রন্থ-২০১৯), জীবনের রঙ (উপন্যাস-২০২০)। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, গানসহ সাহিত্য-সংস্কৃতির প্রতিটি শাখায় তিনি স্বভাবজাত। কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ। টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার ।