মোহাম্মদ আকামউদ্দিন
মোহাম্মদ আকামউদ্দিন বাউল সম্রাট ফকির লালন শাহ সেই সঙ্গে লােকসংস্কৃতি নিয়ে কতিপয় বিশিষ্টজন কাজ করেছেন। মােহাম্মদ আকামদ্দীন এই লােকসংস্কৃতি চর্চার পথে আরেক দুঃসাহসী অভিযাত্রী। তিনি পদ্মা গড়াই কালীগঙ্গা বিধৌত সুবর্ণভূমি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার নন্দলালপুর গ্রামে ১৯৫৭ সালের ২০ শে আগস্ট জন্মগ্রহণ করেন। ডা. মােহাম্মদ ময়েনউদ্দীন ও আমেনা খাতুন তার জনক-জননী। তাঁর পিতা একজন হােমিওপ্যাথিক চিকিৎসক এবং সুফিবাদ ও ফকিরিবাদ অনুসারী, আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন মানুষ। তিনি নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া সম্পন্ন করে কুমারখালী এম এন (এম) হাই স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি পাশ করেন। ১৯৭৭ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন এবং ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এম এস এস ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল বি ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এর অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক। মােহাম্মদ আকামদ্দীন প্রধানত লালন গবেষক সেই সঙ্গে সুফিবাদ ও ফকিরিবাদের ওপর তাঁর অবাধ পদচারণা রয়েছে। ইতিপূর্বে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সাময়িকীসহ অন্যান্য দৈনিকের বিশেষ সংখ্যায় তাঁর বিভিন্ন ধরনের লেখা প্রকাশিত হয়েছে। বিশেষ করে বাউল সম্রাট ফকির লালন শাহের উপর দৈনিক ইত্তেফাকে এই বইয়ের অধিকাংশ প্রবন্ধ প্রকাশিত হলে পাঠক সমাজে আলােড়ন সৃষ্টি হয় এবং বিপুলভাবে সমাদৃত হয়। বাউল সম্রাট ফকির লালন শাহ সম্পর্কে এইটি তাঁর মৌলিক ও প্রথম গ্রন্থ।