মোহাম্মদ ইকরাম
মােহাম্মদ ইকরাম জন্ম গ্রহণ করেন ১৯৮৪ সালের ২৫শে জুন। এসএসসি পাস করেছেন ১৯৯৯ সালে এ. কে উচ্চ বিদ্যালয় এবং কলেজ হতে। এইচএসসি পাস করেছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ হতে। অর্থনীতি বিষয়ে গ্রাজুয়েট সম্পন্ন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে। ১৯৯৯ সালে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেই আইটিতে হাতে খড়ি। শুরুটা কম্পিউটার হার্ডওয়্যার দিয়ে শুরু করলেও এরপর গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ওয়েব ডেভেলপ, এবং বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। ২০১২ সাল হতে বিভিন্ন পত্রিকা এবং ব্লগে লেখালেখি শুরু করেন। বর্তমানে বাংলাতে আইটি ক্যারিয়ারবিষয়ক লেখালেখিতে সবচে জনপ্রিয় একজন ব্যক্তি। পেশা জীবনে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্বপালন করেন। এরপর সরকারের আইসিটিবিষয়ক বিভিন্ন কার্যক্রমের সাথেও যুক্ত ছিলেন। বর্তমানে বইবাজার.কম এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বরত আছেন। চাকরির পাশাপাশি নিজেকে আইটি প্রতিষ্ঠান নেক্সাস আইটি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি পিক্সেলহােস্টকেও সফলভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সাথে ফ্রিল্যান্সিংবিষয়ক জনপ্রিয় ব্লগ জেনেসিসব্লগসের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।