Skip to Content
Filters

author.name

মোহাম্মদ সাদউদ্দিন

মোহাম্মদ সাদউদ্দিন জন্ম মুর্শিদাবাদের সালার থানার রাইগ্রামে মামার বাড়িতে ১৯৬৮ সালের ২৩ জানুয়ারি। পৈতৃক নিবাস পাশেই গুলহাটিয়া গ্রাম। পিতা মরহুম মোহাম্মাদ নুরেজ্জামান। মায়ের নাম মরহুমা সাদাতুন্নিসা। পিতা মোহাম্মাদ নুরেজ্জামান বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা। তাই সেই সুবাদে সাদউদ্দিনের প্রাথমিক পড়াশোনা বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর হাউসিং এস্টেট ফ্রি প্রাইমারি স্কুলে। পরে তাদের পরিবার ভারতে চলে আসে ১৯৭৬ সালে। ১৯৮৩ সালে সাদউদ্দিন গুলহাটিয়া এ এইচ এম হাইস্কুলে থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৮৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন মুর্শিদাবাদের নামকরা কান্দী রাজ কলেজ থেকে। তারপর বীরভূম জেলার সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে বাংলায় অনার্স সহ বি এ পাশ করেন। পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সাংবাদিকতায় ডবল এম এ করেন। বর্তমানে তার পেশা সাংবাদিকতা। কলকাতার বহু পুরানো ঐতিহ্যবাহী দৈনিক কালান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক। আবার একটা সাহিত্য ম্যাগাজিনের সম্পাদকও। কবিতা, গল্প, কথাসাহিত্য, প্রবন্ধ সহ সাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ। আবার একজন সাংবাদিকতার শিক্ষকও। শিখা প্রকাশনী থেকে তার প্রকাশিত পুস্তক হল *দুই বঙ্গের স্মরণীয় মুসলমান', 'পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের চালচিত্র', 'প্রত্যাবর্তন' লেখকের অন্যন্য গন্থগুলি হল 'অনিন্দিতা (কবিতা)', "ইতিহাস সাহিত্যে সাম্প্রদায়িকতা', 'নির্বাচিত প্রবন্ধ', 'বাংলার কৃতি মুসলমান' প্রভৃতি। কলকাতাই তার মনন চর্চার প্রধান কেন্দ্রভূমি কলম সবসময় সচল। লেখালেখির জন্য সরকারি-বেসরকারি অনেক পুরস্কারও পেয়েছেন। একজন ভাল বক্তাও