Skip to Content
Filters

author.name

মোহাম্মদ হুমায়ুন কবীর

মোহাম্মদ হুমায়ুন কবীর ফোটোগ্রাফিতে তাঁর দক্ষতা সুবিদিত। ফোটোগ্রাফি শিক্ষাদানেও তাঁর বিশেষ সুনাম আছে। লেখালেখিতেও আছে হাত যশ তিনি মােহাম্মদ হুমায়ুন কবীর। বাংলাদেশ টেলিভিশনে একজন দক্ষ চিত্রগ্রাহক হিসেবে নিজ গুণে প্রতিষ্ঠিত। নিজের পেশার প্রতি তাঁর আত্মনিবেদন আমরা উপলব্ধি করেছি। ফোটোগ্রাফি বিষয়ে গ্রন্থ রচনার মাধ্যমে। ২০১০ সালে প্রকাশিত তাঁর ক্যামেরা কৌশল’ মুভি ফোটোগ্রাফি শিক্ষানবীশদের জন্য বেশ কার্যকর একটি গ্রন্থ। এরই ধারাবাহিকতায় এবার তিনি রচনা করেছেন। ফোটোগ্রাফি ক্যামেরা ও ফোটোগ্রাফি সম্পর্কে প্রায়ােগিক ও তাত্ত্বিক জ্ঞানার্জনের উপায় সহজ ভাষায় তুলে ধরেছেন গ্রন্থকার ক্যামেরা একটি যন্ত্র হলেও এটি কি শুধুই যন্ত্র ? এই যন্ত্রের ভেতরের বাইরের নানা দিক নানা কৌশল নিয়ে সংক্ষিপ্ত আকারে সহজ কথায়। আলােচনা করেছেন গ্রন্থকার। গ্রন্থটি মন লাগিয়ে পড়লে নবীন ফোটোগ্রাফারও ক্রমান্বয়ে পরিণত হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস। গ্রন্থকার মােহাম্মদ হুমায়ুন কবীরের জন্ম। ৮ জানুয়ারি ১৯৬২, টাঙ্গাইলের এক গ্রামে।