Skip to Content
Filters

author.name

রঞ্জনা বিশ্বাস

রঞ্জনা বিশ্বাস কবি, কথাশিল্পী ও গবেষক। ১৯৮১ সালের ১০ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামে খ্রিস্টান পরিবারে তার জন্ম। বাবা নির্মল বিশ্বাস ও মাতা পরিমলা বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি। কবিতা ও ফোকলোর তার আগ্রহের বিষয়। কবিতাচর্চার পাশাপাশি ফোকলোরচর্চাকেও তিনি ব্রত হিসেবে নিয়েছেন। প্রকাশিত কবিতার বই: ভুলস্বপ্নে ডুবে থাক আদিবাসী মন (২০০৯), আমি তিনবেলা বৃষ্টিতে ভিজি (২০১০), বেদনার পাথর ও প্রান্তিক দীর্ঘশ্বাস। রূপকথার সংগ্রহ: জয়নালবাদশা ও রাজপুত্র তাজেম (২০১১)