রত্না সেন
রত্না সেন জন্ম কলকাতা জেলার অধীনস্থ বালিগঞ্জ স্টেশন রােডের এক বনেদী পরিবারে। পিতা শ্রী সুধীন্দ্র নাথ সেন ও মাতা হাসি সেনের জ্যেষ্ঠা কন্যা তিনি। ছােটবেলা থেকে সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা। পিতা শ্রী সুধীন্দ্রনাথ সেন তাঁর পরিচিত মহলে। ভাল লেখক হিসাবে পরিচিত ছিলেন। হাসি দেবী ছিলেন সাহিত্য অনুরাগী। রত্না কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। উনি ‘আমি সুভাষ বলছি’ খ্যাত শ্রী শৈলেশ দে-র অত্যন্ত স্নেহভাজন ছিলেন। রত্নার লেখা পড়ে উনি খুব উৎসাহ দিতেন। তাঁর অনুপ্রেরণাতেই প্রসাদ’ পত্রিকায় তাঁর প্রথম গল্প প্রকাশ। তারপর অন্য পত্রিকাতেও বিভিন্ন সময় গল্প প্রকাশ পেয়েছে। হঠাৎ ব্যক্তিগত জীবনে চরম বিপর্যয় লেখিকাকে সরিয়ে আনে তাঁর লেখার জগৎ থেকে। সেই বিপর্যয় কাটিয়ে আবার তিনি সাহিত্যের দোরগােড়ায়। তাঁর এই বইটি যদি পাঠক সমাজ সাদরে গ্রহণ করে সেটি হবে তাঁর জীবনে পরম পাওয়া।