রবিউল হক বক্সী
রবিউল হক বক্সী জন্ম রংপুর জেলার। মিঠাপুকুর উপজেলায়। বর্তমানে রংপুর শহরে বসবাস করছেন। ছােটবেলা। থেকেই বই পড়তে ও একা-একা হাঁটতে পছন্দ করেন। দিনাজপুর ও ময়মনসিংহ শহর দুটি প্রেমিকার মতাে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘উড়ে যাওয়ার দিন বেশ। জনপ্রিয়তা পেয়েছে।