রবিন রাফান
রবিন রাফান আসল নাম হলো ওবায়দুর রহমান এবং তিনি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার সদর পৌরসভার চরশোলাকিয়া গ্রামে এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওবায়দুর রহমান রবিন নামেও পরিচিত। বর্তমানে ওবায়দুর রহমান রবিনরাফান নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে পরিচিত। ওবায়দুর রহমান কিশোরগঞ্জ থেকে পড়াশোনা করেছেন। তার জন্ম তারিখ ১৪ই ফেব্রুয়ারি। ওবায়দুর রহমান তার পেশাদার জীবন শুরু করেছিলেন ফ্রিল্যান্সার হিসেবে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং এবং সফটওয়্যার বা অ্যাপ সম্পর্কিত মার্কেটিংয়ে। বর্তমানে ওবায়দুর রহমান (রবিনরাফান) 'ডায়ানা হোস্টিং' নামক একটি হোস্টিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। ওবায়দুর রহমান ‘রবিনরাফান’ নামে পরিচিত একজন বাংলাদেশী ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার এবং সঙ্গীত শিল্পী। রবিনরাফান ফেসবুক, টিকটক এবং ইউটিউবে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে পরিচিত এবং তিনি তার টেক সম্পর্কিত ভিডিওর জন্য খুবই পরিচিত। তিনি ‘রবিনরাফান একাডেমি’ নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করেছেন, যেখানে তিনি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখান, তাও বিনামূল্যে। এখন পর্যন্ত তার চ্যানেলে ৭৪ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছেন, যারা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে বিনামূল্যে শিক্ষালাভ করছেন। তার দৃষ্টি একটাই, তা হলো বাংলাদেশে বেকারত্বের হার কমানো। জীবনে আর্থিক স্বাধীনতা অর্জন করার লক্ষ্যে, ওবায়দুর রহমান (রবিনরাফান) ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশন পেশায় মানুষকে শিক্ষিত করতে বিভিন্ন কর্মশালা পরিচালনা করছেন।