রমাপ্রসাদ নাগ
রমাপ্রসাদ নাগ পঞ্চাশের দশকে জন্মেছেন। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে বাংলাভাষা ও সাহিত্যের পাঠদান ছিল তাঁর পেশা। পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক এবং সরকার পোষিত একটি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ভালোবাসেন ভ্রমণ, গান আর প্রকৃতি। সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদারের সাহিত্যকর্ম বিশ্লেষণ, বাংলা সাহিত্যে ভুবনায়নের প্রভাব এবং লোকসংস্কৃতি বিষয়ক তাঁর কয়েকটি প্রণিধানযোগ্য বই আছে। “স্বতন্ত্র নির্মিতি অমিয়ভূষণ সাহিত্য' বইটির জন্য পেয়েছেন ২০০৩ সালের অমিয়ভূষণ পুরস্কার এবং ২০১২ সালের অমিয়ভূষণ স্মৃতিসম্মান।