Skip to Content
Filters

author.name

রয় অঞ্জন

রয় অঞ্জন জন্ম কুমিল্লার কামাল্লা গ্রামের এক বনেদি পরিবারে। ডানপিটেপনা দিয়েই পাঠাভ্যাস শুরু। বাবা-মায়ের চতুর্থ পুত্র। পিঠেপিঠি অগ্রজের প্রথাগত শিক্ষাজীবন শুরুর প্রথমদিনেই গো ধরে এক টুকরাে ভাঙা স্লেট নিয়ে শিক্ষাজীবনে প্রবেশ। কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামাল্লা ফ্রি প্রাইমারি স্কুল তার প্রথম পাঠশালা। একই গ্রামের ডিআরএস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক আর কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে শহরমুখী হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ভ্রমণে অক্লান্ত ও ‘নিবিষ্ট’ শব্দগুলাে যেন তার জীবনের সঙ্গে গাঁটছড়া বাঁধা। বন্ধুবৎসল মানুষটি তেমনই আবার আকণ্ঠ নিমজিত অন্য এক সরােবরে। সেই মহাসিন্ধুর নাম রবীন্দ্রনাথ যন্তু। বীন্দ্র সরােবরে অবগাহনের অর্ঘ্যই তার এই প্রথম