রাজীব চৌধুরী
রাজীব চৌধুরী জন্ম চট্টগ্রাম শহরে, পেশায় স্থপতি। নেশায় একজন লেখক। প্রকাশিত গ্রন্থসমূহ হলাে, প্রেতসাধক নিশিমিয়া, নিশিমিয়া আধােচক্র, মানুষখেকো, নিশিমিয়া সমগ্র (ভারত) ও ভয়ের ছায়াপথ (অনলাইন)। এছাড়া লৌকিক গল্প সংকলন “বঙ্গ দেশি মাইথােলজি” এর প্রথম খণ্ড তাঁর অন্যতম জনপ্রিয় গ্রন্থ; যা দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও প্রকাশিত হয়েছে। অচিরেই সতীর্থ প্রকাশনা থেকে “বঙ্গ দেশি মাইথােলজি” এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হতে চলেছে।