রাজু সিদ্দিক
রাজু সিদ্দিক পুরাে নাম রেজাউল করিম সিদ্দিক। লেখালেখি করেন রাজু সিদ্দিক নামে। পিতার বদলির চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলা শহরে কেটেছে তার বর্ণিল জীবন। দেখেছেন বিচিত্র প্রকৃতির মানুষ। অর্জন করেছেন নানা ধরনের অভিজ্ঞতা। কঠিন বাস্তবতার মুখােমুখিও হয়েছেন এই জীবনে। তার লেখায় তাই উঠে এসেছে দেখা না দেখা ঘটনার মিশেল। জীবনের বৈচিত্রময় উপাখ্যান তার লেখায় ফিরে ফিরে আসে। গল্প, উপন্যাস, রম্যরচনা, কবিতার বাইরে নাটকেও সমান পারদর্শী এই লেখক মনে করেন যাপিত জীবনের ভেতর থেকেই নিজের ভেতর এক আলাদা জগত তৈরি করে নিতে হয়।।