Skip to Content
Filters

author.name

রাফান আহমেদ

রাফান আহমেদ পেশায় চিকিৎসক। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সক্রিয় আছেন ব্লগে, ফেসবুকে। নিজের ভাবনাগুলো লিখে রাখার চেষ্টা করেন দুই মলাটের মাঝে। এখন পর্যন্ত প্রকাশিত একক গ্রন্থের সংখ্যা পাঁচটি। সহলেখক ও সম্পাদক হিসেবে আছেন আরো কিছু বইতে৷ মেডিকেলের পড়াশোনার বাইরে আগ্রহের বিষয় দর্শন, ধর্মতত্ত্ব, বিজ্ঞান, ইতিহাস ও সংস্কৃতি।