রাশেক রহমান
রাশেক রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর শুভেচ্ছা দূত। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি জীবন শুরু করেন। নর্থ-সাউথ ইউনিভার্সিটির সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছিলেন। তা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ও দেশবরেণ্য বিজ্ঞানীদের সঙ্গে বিভিন্ন জার্নাল ও রিসার্চ পেপারে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি জেসিআই টইপি অ্যাওয়ার্ড ২০১৫ এবং বিসিআরএ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৫-তে সম্মানিত হন। তিনি একজন সব্যসাচী রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশে সুপরিচিত। বিভিন্ন মিডিয়া, টিভি টকশাে থেকে শুরু করে গ্রামবাংলায় সভা সমাবেশ, মিছিল মিটিং, সেমিনার, সিম্পােজিয়াম, ওয়ার্কশপ এবং পত্রপত্রিকায় লেখনিতে তার সতত পদচারনা। অর্থনীতি ও উন্নয়নশাস্ত্রে পড়াশােনা করা রাশেক রহমান লেখালেখির পাশাপাশি শুধু বাগ্মিতাতেই নয়, গানেও সমান পারদর্শী। গান লেখেন, গান গাইতেও পারেন। রাশেক রহমানের প্রথম গানের অ্যালবাম ‘তারুণ্যের অহংকার’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। পরবর্তীতে ২০১৩ সালের ১৬ই ডিসেম্বর তার দ্বিতীয় অ্যালবাম ‘আমার উপাসনালয়’ প্রকাশিত হয়। ‘উপাখ্যান’ এটি লেখকের প্রথম বই।