Skip to Content
Filters

author.name

রাসেল আশেকী

রাসেল আশেকী সমগ্র বাংলা কবিতার অন্যতম কবি রাসেল আশেকীর জন্ম বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্নে ৪ নভেম্বর ১৯৭১ সালে পুণ্যভূমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চরচাপ্তা গ্রামের শেখ পরিবারে । পিতা সূফি শেখ আবদুর রউফ মাতা সাধবী বেগম বিছুরুন নেসা। আট ভাই-বোনের মধ্যে তিনি বড়। দেশের শীর্ষস্থানীয় কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং চলচ্চিত্র নির্মাণ বিষয়ে অধ্যয়ন করলেও গণনন্দিত কবি রাসেল আশেকী মূলত প্রাকৃতিক-আধ্যাত্মিক ও মহাজাগতিক শিক্ষায় শিক্ষিতজন । তিনি পেশায় কবি, লেখক, সাহিত্যিক উন্নয়ন উদ্যোক্তা ও শান্তিকর্মী। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা একুশ। প্রায় তিন দশক ধরে তাঁর কবিতা জাতীয় পর্যায়ে শক্তিশালী ও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং বিশ্বদরবারে সমাদৃত।