রিয়াজ ফাহমী
আমার নাম রিয়াজ ফাহমী। জন্ম ২১ ডিসেম্বর,১৯৭৯।গ্রামের বাড়ি বরিশাল, বেড়ে ওঠা ঢাকা আর বরিশালে। শিক্ষাজীবন কেটেছে বরিশাল। ক্যাডেট কলেজ আর বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলে।চল্লিশ পার হলে অপূর্ণ ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে ওঠে। কৈশােরে দেখা স্বপ্ন আমি পূরণ করলাম আমার প্রথম উপন্যাস নিভৃতে প্রকাশ করে। তারিখ ১৫ জুন ২০২০। এ বই কতজন পড়ল। আমি সেই ব্যাপারে চিন্তিত না হয়ে পনেরাে দিন পরেই বের করলাম আমার দ্বিতীয়। উপন্যাস ‘বাবা’। দুটো বইয়েরই এখন দ্বিতীয়।সংস্করণ চলছে। ছয় মাস বিরতি দিয়ে বের করলাম ‘নিভৃতেসিরিজের দ্বিতীয় আর আমার তৃতীয় বই ‘নির্জন। মানুষ দিনে দিনে আরও একা হয়। চতুর্থ বইয়ের নাম দিলাম তাই একজন নির্জনতম।