Skip to Content
Filters

author.name

রীপা রায়

রীপা রায় গবেষক ও কবি। জন্ম ১লা জানুয়ারি ১৯৮৩, নাটোরের আলাইপুর। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ (নাট্যকলা) থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রাক্তন ফেলো। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে প্রকাশিত 'সংবাদপত্রে বঙ্গবন্ধু' গ্রন্থমালার একাধিক খণ্ড এবং 'আগরতলা ষড়যন্ত্র মামলা' ১ম খণ্ডের (২০১৯) গবেষণায় যুক্ত ছিলেন। তাঁর গবেষণার বিষয় মূলত নাটক ও চলচ্চিত্র। দেশের প্রতিষ্ঠিত একাধিক গবেষণাপত্রিকায় তাঁর বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত তাঁর চলচ্চিত্রে পোশাক ও রূপসজ্জা : একটি তাত্ত্বিক পর্যালোচনা (২০১৭)। প্রকাশিত কবিতাগ্রন্থ 'পুরান পদ্য' (২০১৭)। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক।