রুদ্রপ্রসাদ চক্রবর্তী
রুদ্রপ্রসাদ চক্রবর্তী (জন্ম ১৯৩৫)-র সারস্বত-আগ্রহ বিচিত্র। বিষয়ে। বই লিখেছেন কলকাতার গাছ নিয়ে, ছােটোদের জন্যেও লিখেছেন বেশ কয়েকটি বই। রবীন্দ্রনাথ ও রবীন্দ্র-বলয় নিয়ে তার অনুধ্যান অবিরাম। রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ : সমকালীন প্রতিক্রিয়া, সাধারণ রঙ্গালয় ও রবীন্দ্রনাথ অধ্যাপক চক্রবর্তীর বহুলপঠিত গ্রন্থ। সম্পাদনা করেছেন অজিতকুমার চক্রবর্তীর প্রবন্ধসংকলন এবং রবীন্দ্রনাথের সঙ্গে অজিতকুমারের পত্রবিনিময়। মঞসফল একাধিক নাটকেরও তিনি নাটককার।