রুহুল আমিন শিপার
রুহুল আমিন শিপার রুহুল আমিন। ডাকনাম শিপার। লেখালেখি রুহুল আমিন শিপার নামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল বিভাগে। পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি অনার্স করেছেন। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে পুলিশ সদর দপ্তরে ডিআইজি পদে কর্মরত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে সুদান ও লাইবেরিয়ায় বছর দু'য়েক কাটিয়েছেন তিনি। ২০২১ এর বইমেলায় প্রকাশিত রম্য ভ্রমণ গদ্য 'দ্রাবিড়ের আর্য দর্শন' তাঁর প্রথম গ্রন্থ।