রুহুল কুদ্স রুকু
রুহুল কুদ্স রুকু পেশায় একজন চিকিৎসক। মেডিসিন ও স্নায়ু রােগ বিশেষজ্ঞ। জন্মেছেন ঢাকা শহরে ১৯৭০ সালের ১১ নভেম্বর। বেড়ে উঠা এ শহরেই। মা শাহানা বেগম একজন গৃহিণী আর বাবা আব্দুল আহাদ ছিলেন একজন সরকারি কর্মকর্তা। দুজনেই এখন প্রয়াত। পেশাগত ব্যস্ততার ফাঁকে দেশে-বিদেশে ঘুরে বেড়ানাে আর নানা ধরনের বই পড়া তার প্রিয় শখ। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ঢাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরােসায়েন্সে। সহধর্মিণী ডা. শিরিন জাহান একজন স্ত্রী রােগ বিশেষজ্ঞ। একমাত্র কন্যা জাহীন জারা আরীতা বেইলী রােডের ভিকারুননিসা নুন স্কুলের ছাত্রী। হিরােশিমাতে এটমিক বম্ব ডােম-এর সামনে দাঁড়িয়ে লেখক। ১৯৪৫ সালের ৬ আগস্ট আণবিক বােমা বিস্ফোরণের একমাত্র সাক্ষী হিসেবে যা এখনাে দাঁড়িয়ে আছে।