রূপক সাহা
রূপক সাহা জন্ম ৬ জানুয়ারি ১৯৪৯ সালে। ফুটবল খেলতে খেলতেই রূপক সত্তর দশকের গোড়ার দিকে ক্রীড়া সাংবাদিকতায় প্রবেশ করেন। শিক্ষাগুরু মতি নন্দীর উৎসাহে প্রথম বই ‘চাইনিজ ওয়াল গোষ্ঠ পাল’। আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক নিযুক্ত হওয়ার পর তিনি প্রথম উপন্যাস লেখেন ‘জুয়াড়ি’। তাঁর অন্যান্য জনপ্রিয় উপন্যাস ‘জীবন এমন’, ‘লাল রঙের পৃথিবী’, ‘একাদশ ইন্দ্রিয়, ‘হিয়া’, ‘পাতালজাতক’ প্রভৃতি। খেলার রিপোর্ট করার জন্য তিনি প্রায় সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছেন। সেইজন্যই তাঁর লেখায় আন্তর্জাতিকতার ছাপ। রূপকের অন্যান্য স্বাদের বই—‘বিদ্রোহী মারাদোনা’, ‘মারাদোনার দোষ নেই’, ‘বেঁচে গেল কলকাতা’, ‘একাদশে সূর্যোদয়’। ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৯৯২ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া পুরস্কার।