Skip to Content
Filters

author.name

রেজা নুর

রেজা নুর জন্ম : ৬ মার্চ, ১৯৭০। যশাের জেলার মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে। নানাবাড়িতে। পৈতৃক গ্রাম, ঝিকরগাছার বললা। মা : আনজুমান আরা । ময়না, বাবা : আতিয়ার রহমান। পড়াশােনা : আনন্দমােহন কলেজ, ময়মনসিংহ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ইংরেজি সাহিত্যে বিএ অনার্স ও মাস্টার্স। ভিন্ন পরিবেশে কম্পিউটারাইজড একাউন্টিং পড়েছেন নিউইয়র্ক সিটির ‘ড্রেইক বিজনেস স্কুল'-এ। ছাত্রজীবনে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ধানমণ্ডির চিলড্রেন্স হােম প্রি-ক্যাডেট-এ হাই স্কুলে। ঝিকরগাছা মহিলা কলেজে ইংরেজির প্রভাষক হিসেবে কর্মরত। ছিলেন কিছুকাল । কবিতা লেখা, ইংরেজি থেকে অনুবাদ, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালােচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় রেজা নুর-এর বিচরণ । প্রকাশিত বই পাঁচটি: ‘অপরূপা নীল নির্জনতায়’ (কবিতা, ২০০১); সন্ধ্যার ঘ্রাণ’ (উপন্যাস, ২০০৫); ‘আমেরিকার সাম্প্রতিক কবিতা (অনুবাদ, ২০০৫); ‘আমেরিকার সাম্প্রতিক কবিতা-২' (অনুবাদ, ২০০৯); বাংলা শেখা সহজ (ছােটদের বই, ২০০৯)। রেজা নুর ১৯৯৬ সালের ১৬ নভেম্বর থেকে আমেরিকায় বসবাস করছেন। পাঁচ বছর নিউইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ায় থাকাকালে সাপ্তাহিক বাংলাদেশএর স্টাফ রাইটার ও সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে, স্ত্রী নিগার সুলতানা লীনা ও তিন সন্তান; দীনা, সামিন এবং আমীরাকে নিয়ে বসবাস করেন ম্যাসাচুসেটস্ অঙ্গরাজ্যের সাউথ ইসটন-এ।