Skip to Content
Filters

author.name

লামইয়া চৌধুরী

লামইয়া চৌধুরী যে সময়টায় পড়ার টেবিলে বসে বইয়ে মুখ গুঁজে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবার কথা, ঠিক সে সময়টায় লেখক হওয়ার স্বপ্নে মাতাল এক তরুণী। প্রিয়জনদের কাছে যে কিনা স্নেহ নামে অধিক পরিচিত। পড়ার টেবিলের চেয়ে সমুদ্রের উত্তাল ঢেউ, ঝুম বৃষ্টি, মেঘে ঢাকা চাঁদ, পুরোনো গল্পের বইয়ের তাক, কৃষ্ণচূড়ার লাল গালিচা, কবিতার ছন্দ তাকে বেশি টানে। চুম্বকের মতন আকর্ষণ করে গভীর রাতে গল্প বলা প্রতিটা নিশ্চুপ জানালা, মুক্তজীবন! জন্ম ২০০০ সালের ১০ আগস্ট। পিতা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী মাসুদ, মা জাকিয়া মান্নান জুনু। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর, চৌধুরী বাড়ি। মাতুলালয় পাশের গ্রাম চাপুইর, সাহেব বাড়ি। জন্ম এবং বেড়ে উঠা কুমিল্লায়। ২০১৭ সালে আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১৯ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। "সেদিন" তাঁর প্রথম বই।

Books by the Author