শওকত হোসেন মাসুম
শওকত হোসেন মাসুম শওকত হোসেন মাসুম বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ অর্থনৈতিক সাংবাদিক। সাংবাদিকতা জীবনের শুরু ১৯৯৩ সালে, দৈনিক সংবাদে। এরপর জনকণ্ঠ ও ইত্তেফাক ঘুরে এখন দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর যুগ্ম বার্তা ও বাণিজ্য সম্পাদক। জন্ম ১৯৬৮ সালের ২৭ মার্চ পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়, নানার বাড়িতে। বরিশাল ক্যাডেট কলেজের কলেজ কালচারাল প্রিফেক্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৯১ সালে বিএসএস অনার্স এবং ১৯৯৩ সালে এমএসএস ডিগ্রি নেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু। আর এখন লেখালেখি পেশারই অংশ। শওকত হোসেন মাসুমের লেখালেখির আরেকটি ক্ষেত্র ইন্টারনেটভিত্তিক বাংলা ব্লগ। অর্থনীতির বাইরে চলচ্চিত্র সমালোচনা এবং রম্যরচনায় অনায়াস দক্ষতার কারণে তার ব্লগের পাঠকপ্রিয়তা রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে তিনবার সেরা অর্থনৈতিক রিপোর্টারের পুরস্কার পেয়েছেন তিনি।