Skip to Content
Filters

author.name

শক্তিপদ দত্ত

শক্তিপদ দত্ত ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত কুমুদ রঞ্জন দত্ত ও মাতা প্রয়াত সাবিত্রী রাণী দত্ত। ১৯৭৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকতা করে ২০১১ সালের জানুয়ারি মাসে কর্মজীবন থেকেই অবসর গ্রহণ করেছেন তিনি। শক্তিপদ দত্তের লিখিত বেশকিছু প্রবন্ধ পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৭টি। এগুলো হচ্ছে: হৃদয়ের অর্ঘ্য (ধর্মীয় গান), দেশের গান দশের গান (পাঁচমিশালী গান), দেখে এলাম অস্ট্রেলিয়া (ভ্রমণ), ধর্ম ও বিজ্ঞানের নির্যাস, মহান সৃষ্টিকর্তাই এই মহাবিশ্বের স্থপতি (গবেষণা), দুঃসময়ই প্রকৃত ভালোবাসার কষ্টিপাথর (ছোটগল্প), ছন্দময় শব্দমালা (গান), গণিতের প্রাথমিক ধারণা ও সংখ্যাতত্ত্ব (গণিত)। তাঁর সহধর্মিণী সুমিতা দত্ত। পারিবারিক জীবনে তিনি চার সন্তানের জনক। প্রথম সন্তান জয়জয়ন্তী দত্ত (সোমা), দ্বিতীয় সন্তান ডা. জন্মেজয় দত্ত (শঙ্কর), তৃতীয় সন্তান দেবযানী দত্ত (ডনা), চতুর্থ সন্তান ডা. শান্তনু দত্ত (সৌরভ)।