Skip to Content
Filters

author.name

শম্ভু ভট্টাচার্য

শম্ভু ভট্টাচার্য লেখক শম্ভু ভট্টাচার্য এর জন্ম ১৯৪৫-এ, বরিশালের মাহিলাড়া গ্রামে। পশ্চিমবঙ্গের সরকারী বিদ্যালয় সমূহের অবসরপ্রাপ্ত ইংরাজী শিক্ষক কবিতা তাঁর কাছে বিপুল অধ্যবসায়, দুঃসাহসী তিতিক্ষা ও প্রভুত শ্রমের নির্মাণ ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী সত্তার অতন্দ্র সচেতন মনন এই চেষ্টা করতে পারে, কিন্তু সেখানেও প্রতি পদে পদে রক্তপাত কবির অনিবার্য ভবিতব্য। - মাইকেল মধুসূদন দত্ত এই ব্যাপারটির শ্রেষ্ঠতম পুরোধাদের অন্যতম। লেখক তাঁর মহাসাধনাটির অনুসরণ করতে চেয়েছেন দেশী ও বিদেশী পূর্বাচার্যদের সাম্প্রতিকতম গবেষণার প্রতি শ্রদ্ধাবান থেকেই মুখ্যত ও মূলত অসাধারণ ইংরাজীতে লেখা তাঁর অনন্য চিঠিগুলির গভীর গভীরতম সাহচর্যে।