Skip to Content
Filters

author.name

শাওন সুহৃদ

শাওন সুহৃদ জনাব শাওন সুহৃদ ১৯৫৮ সালে ১লা অক্টোবর কিশােরগঞ্জ জেলার নিকলী থানাধীন দামপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। নিকলী জি সি হাই স্কুল থেকে ১৯৭৪ সালে তিনি মাধ্যমিক এবং ১৯৭৬ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অতঃপর তিনি সি আই ই থেকে কমপিউটার প্রােগ্রামার কোর্স সম্পন্ন করেন এবং কমপিউটার শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি জাতীয় যুব উন্নয়ন ও আত্মকর্মসংস্থান একাডেমীর কমপিউটার বিভাগীয় প্রধান ও সুহৃদ কমপিউটার একাডেমীর পরিচালক হিসেবে কর্মরত আছেন। তাঁর লেখা ‘বেসিক ভাষায় প্রােগ্রামিং’ ও ‘ফক্সপ্রাে প্রােগ্রামিং বই দু'টি বাংলায় কমপিউটার প্রােগ্রামিং শিক্ষার ক্ষেত্রে অনন্য অবদান। বাংলাদেশ কমপিউটার রাইটার্স এসােসিয়েশনের সহ-সভাপতি জনাব সুহৃদ বিভিন্ন কমপিউটার পত্রিকায় লেখালেখির সাথেও জড়িত রয়েছেন। উল্লেখ্য যে, তার (যুগ্মভাবে) লেখা ‘উচ্চ মাধ্যমিক কমপিউটার শিক্ষা বইটি বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠ্য রয়েছে।