শানজানা আলম
শানজানা আলম লেখালেখির অভ্যাসটা পেয়েছেন বাবার কাছ থেকে। বাবা অধ্যাপনার সঙ্গে যুক্ত। শানজানার মাও শিক্ষকতা পেশায় নিয়ােজিত।। শানজানা গল্প বলেন, নিজের চারপাশের কথাগুলােই লিখে দৃশ্যমান করার চেষ্টা করে চলেন অবিরাম। তার লেখার মূল বৈশিষ্ট্য হচ্ছে, গল্প বলার সহজ-সাবলীল নিজস্ব ভঙ্গি। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘এলাচিফুল’, ‘কুহুকথন ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। এখন তার সময় কাটে লেখালেখি এবং একমাত্র মেয়ে আফশীনকে নিয়ে।