শান্তা চক্রবর্তী
শান্তা চক্রবর্তী জন্ম ১৯৭০, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার ছয়ঘরিয়া গ্রামে। সাহিত্যে স্নাতক। ভালােবাসেন প্রকৃতির সঙ্গে একাত্ম হতে। ভ্রমণের নেশা তাঁর সহজাত। সংগীত ভালােবাসেন। কবিতাযাপনে নিমগ্ন থাকেন প্রতিটি মুহূর্তে। কবিতার কাছেই খুঁজে ফেরেন আশ্রয়। পরম শুশ্রষা। দীর্ঘদিন ধরে অসংখ্য লিটল ম্যাগাজিন ছাড়াও উল্লেখযােগ্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক পত্র-পত্রিকায় গল্প-কবিতা এবং প্রবন্ধ লিখে চলেছেন। চারপাশের দ্রুত পরিবর্তমান সময়-সমাজ তথা মানবমনরে গভীর জটিল রহস্য ও নিগুঢ় হৃদয়ানুভূতি স্বতন্ত্র মৌলিক ভাষায় নিপুণ দক্ষতায় মূর্ত হয়ে ওঠে তাঁর প্রতিটি লেখায়। প্রচলিত নারীবাদী লেখিকাদের বিপ্রতীপে সম্পূর্ণ মানবিক হৃদয়বৃত্তির উন্মোচনে তাঁর এক-একটি উচ্চারণই চিনিয়ে দেয় তিনি কতখানি আলাদা, নিজস্ব বক্তব্যবিশ্বের যাত্রিক। এ পর্যন্ত কবির ৪টি কাব্যগ্রন্থ। যথাক্রমে রক্তস্বাক্ষর’, ‘জল নয় জানে ধ্রুবতারা', ‘স্বপ্ন খাওয়া আগুননদী’, ‘একদিন যদি যৌথ), বানভাসি হৃদয়’ এবং গল্পগ্রন্থ ‘স্বর্গ কিংবা নরকের দিকে, প্রবন্ধগ্রন্থ ‘অথ নারীকথা প্রকাশিত হয়েছে।