Skip to Content
Filters

author.name

শাবাব আব্দুল্লাহ্

শাবাব আব্দুল্লাহ ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ঝোঁক ছিল। তিন গোয়েন্দা-ওয়েস্টার্ন দিয়ে হাতে খড়ি, সেই থেকে এখন পর্যন্ত বই পড়ার নেশা ছাড়তে পারিনি। সময় পেলে সব জনরার বই পড়া হয়। বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিরিয়ারিং পাশ করার পর কিছুদিন চাকরি করেছি, এরপর ব্যবসায় নেমেছি। এখন ব্যবসার পাশাপাশি ডিজিটাল মার্কেটার হিসেবেও কাজ করছি। মা আর স্ত্রীকে নিয়ে আমার ছোট্ট সংসার। অবসরে বই পড়া আর ভিডিও গেমস্ খেলা হয়। নিজেকে নিয়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই।