Skip to Content
Filters

author.name

শামিমা শ্রাবনী

আমি হলাম শামিমা শ্রাবনী, এনিমেশন কনটেন্ট ক্রিয়েটর। বয়স ২০ বা ২১ হবে হয়তো, গুনে দেখতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে, এসএসসি পরীক্ষা দেওয়া শুরু করেছি ২০১৮ সালে, পাশ করেছি ২০২০ সালে। আর এইচএসসি পরীক্ষা দিয়েছি ২০২২ সালেই, কিন্তু পাশ করেছি কি না তা বলতে পারছি না। কারণ এইচএসসির রেজাল্ট আসার আগে আমার প্রথম বই ‘এরা কারা’ এসে পড়ল। যা-ই হোক, সবসময় শুধু ভিডিয়োর জন্যই গল্প লিখেছি; এই প্রথম কোনো গল্প বই আকারে বের হচ্ছে। আশা করি, সবার ভালো লাগবে।