শামীম আরা স্মৃতি
শামীম আরা স্মৃতি জন্ম: ২০ নভেম্বর ১৯৭৮। বাবা: মাে. সিরাজুল ইসলাম। মাতা: আনােয়ারা ইসলাম। শৈশব কেটেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলবােয়ালিয়া গ্রামে। পড়ালেখা-বাড়াগাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়াগাংদিয়া গার্লস হাই স্কুল, কুষ্টিয়া গার্লস গভ. কলেজ, স্নাতকোত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে এম.বি.এ করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে fofa Bangladesh Civil Service, Audit & Accounts Cadre এর একজন সদস্য। তার স্বামী: মােহাম্মদ নাছির উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপ সচিব। তার একমাত্র সন্তান সাকিব মুনতাসির মুন। শামিম আরা স্মৃতি গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত থেকে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলাসহ সৃজনশীল কর্মকাণ্ডেও নিজেকে ব্যস্ত রাখেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির সূচনা। শামিম আরা স্মৃতি, একজন সফল কবি, ছড়াকার, গল্পকার ও ঔপন্যাসিক।