শায়মা হক
শায়মা হক। পেশা শিক্ষকতা। পড়াশােনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশু মনােবিজ্ঞান বিভাগে। বেশ কয়েকবছর যাবৎ ঢাকায় ইংলিশ মিডিয়াম। জুনিয়র স্কুলিং এ শিক্ষকতা করেছেন।। দীর্ঘদিন যাবৎ সাংস্কৃতিক কর্মকাণ্ড সমূহে, বিশেষ করে শিশু সাংস্কৃতিমূলক কর্মকাণ্ডে জড়িত। শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রকার শিশু। বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা নাচ, গান, আবৃতি, পাপেট শাে সহ নানা প্রকার মঞ্চ | পরিবেশনা ও পরিচালনা করেছেন। তিনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শখের আবৃতিকার। এ ছাড়াও ছাত্রজীবন থেকেই তিনি নানা প্রকার আর্ট এ্যান্ড ক্রাফটস ও সৃজনশীল শিল্পকর্মে জড়িত। বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে গল্প, কবিতা ও প্রবন্ধ লেখার। পাশাপাশি ব্লগেও নিয়মিত লিখছেন। তার। প্রথম প্রকাশিত কবিতার বই "হৃদয়ে বাংলাদেশ'। এ বইটি তিনি ছােটদের প্রতি। অগাধ স্নেহ মমতা ও ভালােবাসা হতে এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। সম্পর্কে শিশু কিশােরদের আনন্দময় শিক্ষা। অর্জনের প্রয়াসে ছন্দে ছন্দে লিখেছেন ২০১৫ তে তার দ্বিতীয় কবিতার বই 'ইচ্ছেগুলাে। উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়' প্রকাশিত। হয়েছে ২০১৭ তে। এছাড়াও ২০১৭ তে। প্রকশিত হয়েছে তার আরও একটি যৌথ উপন্যাস 'বসন্তদিন'। এবারের উপন্যাস। কঙ্কাবতীর কথা' গ্রন্থমেলা ২০১৯ এ । প্রকাশিত হতে যাচ্ছে যা ব্লগে ২০১৭ তে ২১ পর্বে প্রকাশিত হয়েছিলাে ।