Skip to Content
Filters

author.name

শাহরিয়ার কবির

শাহরিয়ার কবির জন্ম পুরােনাে ঢাকার ইসলামপুরে ১৯৫০ সালের ২০ নভেম্বর। পড়াশােনা করেছেন সেন্ট গ্রেগরিজ স্কুল, জগন্নাথ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলায় স্নাতক অধ্যয়নকালে মুক্তিযুদ্ধে যােগ দেন এবং যুদ্ধের পরে দেশে ফিরে। সাংবাদিকতা শুরু করেন দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রায়।। ৭৬-এ শাহরিয়ার কবির বাংলাদেশ লেখক শিবির’ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং তিন বছরের ভেতর এটি বাংলাদেশ লেখক ও সংস্কৃতিকর্মীদের বৃহত্তম সংগঠনে পরিণত। হয়। তখন এর সভাপতি ছিলেন ডঃ আহমদ শরীফ। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের সামরিক শাসনামলে ‘মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত দুই যুগ ধরে বিভিন্ন প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ও আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত থেকেছেন এবং বাংলাদেশের। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে। আন্দোলনে ও রচনাকর্মে নিয়ােজিত রয়েছেন। জাহানারা ইমামের মৃত্যুর পর থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির হাল ধরেছেন। লেখক ও সাংবাদিক হিসেবে এশিয়া, আমেরিকা ও ইউরােপের বহু দেশ ভ্রমণ করেছেন।। ৯৮-এ তিনি আত্নপ্রকাশ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে। তার প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধের গান’ ও ‘ক্রাইফর জাস্টিস’ দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। তাঁর রচনাবলী বাংলা। একাডেমী ও শিশু একাডেমী সহ বহু প্রতিষ্ঠান কর্তৃক পুরস্কৃত। স্ত্রী ডানা, কন্যা অর্পিতা ও পুত্র অর্পণকে নিয়ে তার সংসার ।