Skip to Content
Filters

author.name

শাহীন আক্তার স্বাতী

শাহীন আক্তার স্বাতী জন্ম ৯ সেপ্টম্বর ১৯৮৫। পিতা মো: মাহবুবুল হক, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি, মাতা শিরিন আক্তার , গৃহিনী। পৈতৃক নিবাস ঢাকা । গ্রামের বাড়ি, ফেনী, মজলিশপুর। বাবার চাকরির সুবাদে শৈশবের শুরুটা কেটেছে খুলানায়। আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের শুরু। লেখালেখির হাতেখডিও হয় স্কুল জীবনের শুরুতে। ৩য় শ্রেনীতে থাকতে ' দৈনিক জন্মভূমি' পত্রিকায় ' মা' কবিতা প্রকাশিত হয়। এরপর থেকে নিয়মিতভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা প্রকাশিত হতে থাকে। ঢাকার দক্ষিন মুহসেন্দী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস.এস.সি এবং মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচ. এস. সি পাশ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন । বিশ্ববিদ্যালয়ে থাকতেই যুক্ত হন' স্বরকল্পন আবৃত্তিচক্র' নামক সংগঠনে। বর্তমানে দৈনিক প্রথম আলো এবং দৈনিক bdnews 24.com এ লিখছেন। দাদু এম. এ গফুর সারথি ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচিত্র ' মুখ ও মুখোশের' গীতিকার । দাদুর অনুপ্রেরনা নিয়ে লেখার জগতে আজন্ম বিচরন করতে চান নতুন প্রজন্মের এই লেখিকা।

Books by the Author