Skip to Content
Filters

author.name

শাহীন আখতার

শাহীন আখতার জন্ম কুমিল্লা জেলায়। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে। ছােটবেলা থেকে লেখালেখির হাতেখড়ি। মাঝখানে ডকুমেন্টারি ফিল্ম তৈরির সাথে কয়েক বছর যুক্ত ছিলেন। নব্বইয়ের দশক থেকে নিয়মিত লিখছেন। তবে লেখার সংখ্যা এখনাে হাতেগােনা।। নিরীক্ষাধর্মী লেখালেখির দিকেই মনােযােগ বেশি। গল্প-উপন্যাস উভয়ক্ষেত্রে। পাশাপাশি নিবন্ধ ও সাক্ষাঙ্কারভিত্তিক প্রতিবেদন রচনা করে থাকেন। তিনি কর্মরত আছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এ, সম্পাদক পদে।