Skip to Content
Filters

author.name

শিব্বীর আহমেদ

শিল্পীর আহমেদ কুমিল্লা-৯ আসনের (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, জাতীয় সংসদের প্রাত্তন সদস্য গেরিলা ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বাংলাদেশে ধারকারী মরহুম আলহাজ জানাল আহমেদ সন্তান। ১৯৯৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যানেজম্যান্টে মাস্টার্স ডিগ্রি এবং ২০০১ সালে যুক্তরাষ্ট্রের মিনিসোটা রাজ্যের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স অব সফটওয়ার সিস্টেম (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা, সাহিত্য, সাংস্কৃতিক, কমিউনিটি (সেবা- এবং কর্মক্ষেত্রে বিশেষ আবদানের জন্য শিল্পীর আহমেদ ক্লোজআপ ওয়ান অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড গুড সিটিজেন অ্যাওয়াড, একতারা অ্যাওয়ার্ড, বাংলা ন সম্মাননা সহ নানা অ্যাওয়ার্ড লাভ করেন । বাংলা একাডেমি গ্রন্থমেলা ২০২২ পর্যন্ত শিব্বীর আহমেদ'র মোট ২৮টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে গবেষণাগ্রন্থ "অগ্নীয়রা স্লোগান জয়বাংলা', জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গীপাড়া ভ্রমণ নিয়ে লেখা ক্ষণিক দাঁড়াও পথিক", বঙ্গবন্ধুর জীবন নিয়ে শিশুতোষ ছড়ার বই "কথায় ছড়ায় মুজিবগাথা", মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'বাবার হাতের প্রথম ছোঁয়া' এবং 'একাত্তরের যোদ্ধা"।