শিমুল পারভীন
শিমুল পারভীন একাধারে লেখক, বাচিকশিল্পী, চিত্রশিল্পী ও সমাজসেবী। জন্ম: ১৫ জুন, সাতক্ষীরা জেলার সুলতানপুরে। খুলনা বি.এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এম.এস.এস। নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে এম.বি.এ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি ও অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম করেন। পেশা-আইনজীবী, প্রশিক্ষক বাচিককলা, বাফা ও উপস্থাপক। প্রকাশিত গ্রন্থ: ৪৭টি। উল্লেখযােগ্য বই: বাচিক শিল্পের প্রথম পাঠ, আবৃত্তির কলাকৌশল, বইটা আবৃত্তির (আনন্দ প্রকাশন, কলকাতা) বক্তৃতার ক্লাস, সংবাদ ও উপস্থাপনা, কবিতাগুলাে আবৃত্তির, কাব্যগ্রন্থ : ‘অসমাপ্ত জলরঙা ছবি, বিষন্ন গােধূলি, অন্ধকারের উৎস হতে, ভালােবাসাহীন এই দিন, তামাদি হয়নি যে ভালােবাসা (স্রোত, আগরতলা), উৎসারিত আলাে (আনন্দ প্রকাশন, কলকাতা)।। সম্মাননা: রবীন্দ্রনাথ সার্ধশত জন্মবার্ষিকী পদক, জসিম উদ্দীন পদক, সত্যজিৎ রায় পদক, পাঠশালা পদক, জীবনানন্দ দাশ পদক ২০১৯ (মেদিনীপুর), what' son best writer award 2015, মাদার তেরেসা পদক, তুলনাহীনা নারী ২০১৭, আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০১৮ , নারী লেখক গ্রন্থপদক ২০১৮। অন্যান্যঃ লিউটেন্যান্ট গভর্নর ২০২১-২২ রােটারী ডি: ৩২৮১, পাস্ট প্রেসিডেন্ট রােটারী ক্লাব অন দিলকুশা । প্রতিষ্ঠাতা সম্পাদক প্রতিধ্বনি, ঢাকা। লেখক ভালােবাসেন কাজকে।