Skip to Content
Filters

author.name

শিরিন হোসেন

শিরিন হােসেন জন্ম: মে ৩১, ১৯৫৫ মা- শায়েস্তা খানম, বাবা- জাকির হােসেন। স্কুল ও কলেজ জীবন কেটেছে কুমিল্লায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স এবং গ্রেট বৃটেনের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে সােস্যাল ডেভেলপমেন্ট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন শৈশব থেকে আজ অবধি শিশু-কিশাের সংগঠন কচি-কাঁচার মেলার সাথে যুক্ত । নেশা- খেলাধুলা, গান শােনা ও দেশ-বিদেশ ভ্রমণ দেশের বাইরে ঘুরে বেড়িয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, লুক্সেমবার্গ, ইথিওপিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভূটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও ভারত। প্রিয় খেলা ব্যাডমিন্টন, স্কুল, কলেজ ও ভার্সিটিতে এ খেলার সাথে যুক্ত ছিলেন। ১৯৬৯ সনে মাধ্যমিক স্কুলের ছাত্রী থাকাকালীন পূর্ব পাকিস্তান বয়সভিত্তিক মহিলা ব্যাডমিন্টন। চ্যাম্পিয়ান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭৪ সনে ডাকসু এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযােগিতায় । চ্যাম্পিয়ান হয়েছিলেন ছিলেন একজন এথলেট। আন্তঃস্কুল জেলা এবং বিভাগীয় পর্যায়ে দৌড় ও লং জাম্প। প্রতিযােগিতায় বহু পুরস্কার অর্জন করেন।। পেশাজীবন শুরু করেন ১৯৮০ সনে বেসরকারি কুমিল্লা অজিত গুহ কলেজের প্রভাষক হিসেবে। ১৯৮৩ সনে যােগ দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) তে। ১৯৯৫ সনে কাজ শুরু করেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। এ। দীর্ঘ ২২ বছর ইউনিসেফে চাকরি শেষে ২০১৭ সালে লেখক চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন।। বর্তমানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন

Books by the Author