Skip to Content
Filters

author.name

শিশিরার্দ্র মামুন

শিশিরার্দ্র মামুন প্রচণ্ড আড্ডাবাজ। বন্ধুবান্ধবের সাথে হৈ হল্লে সারাক্ষণ। আবার কাজের সময় হলে ভাে দৌড়। আমরা বন্ধুরা বলি, এত এনার্জি পাস কোথায়? কেউ বিপদে পড়েছে আর মামুন তার পাশে নেই ভাবা যায় না। তখন মনে হয় ও আমাদের ইউরােপের হিমু হা হা। এখানে, মানে জার্মানিতেই পড়ালেখা শেষ করে এখানেই চাকরি করছে। বই খেকো পাগলটা। বই, পড়তে ভালােবাসে, আর ছুটি পেলেই বেরিয়ে পড়ে ইউরােপের এমাথা থেকে ওমাথা।

Books by the Author