Skip to Content
Filters

author.name

শিহাব শাহরিয়ার

শিহাব শাহরিয়ার একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, গাল্পিক, সমালােচক, সম্পাদক, উপস্থাপক, আবৃত্তিকার, নির্মতা ও আড্ডাবাজ। লেখালেখির শুরু ১৯৮০ সালে। নিয়মিত কবিতা, প্রবন্ধ ও মাঠ পর্যায়ে ফোকলাের বিষয়ে গবেষণা ও দীর্ঘ সাড়ে ৩ যুগ ধরে বেতার ও টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করছেন। ২০০৫ সাল থেকে সম্পাদনা করছেন লােকনন্দন বিষয়ক পত্রিকা বৈঠা। বৈঠা'র বেরিয়েছে : “জ্যোত্মা ও বৃষ্টি সংখ্যা। বেরুচ্ছে : 'গ্রাম’ সংখ্যা।। শিহাবের প্রকাশিত গ্রন্থসমূহ হলাে : কবিতাগ্রন্থ- ১. হাওয়ায় রাত ভাসে ভাসে দ্রিা ২. ফড়িঙের পাখা পােড়ে ৩. নদীর তলপেট ফেড়ে উড়ে যায় রােদ ৪, নির্বাচিত কবিতা: আমি দেখি অন্য আকাশ। ৫. মাতাল মেঘের ওড়াউড়ি ৬. যখন ভাঙে নক্ষত্র ৭. খড়ের খোঁয়াড় ৮, কথােপকথন: দূরে ওড়ে শখচিল ১. প্রেমের কবিতা ১০. রাত পৌনে চারটা ১১. পড়ে থাকে অহংকার ১২. অদৃশ্যগুচ্ছ, ১৩. কবিতা সংগ্রহ। প্রবন্ধগ্রন্থ-১৪. নরম রােদের আলােয়। গল্পগ্রন্থ-১৫. ঘাটে নদী নেই। গবেষণ্যগ্রন্থ-১৬. বাংলাদেশের পুতুলনাচ ১৭. বাংলাদেশের হাজং জনগােষ্ঠী ১৮. বাংলাদেশে কোচ জনগােষ্ঠীর সমাজ ও সংস্কৃতি ১৯. বাংলা একাডেমি বাংলাদে-ে শর লােকজ সংস্কৃতি গ্রন্থমালা শেরপুর। ভ্রমণগ্রন্থ-২০. মেঘের আলােয়। সম্পাদনা-২১. আমার বাংলাদেশ ২২. রূপকথার এই বাংলাদেশ। ২৩. স্মৃতিগদ্যগ্রন্থ: স্মৃতিসুধা ধরা থাক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং এম. এ করেছেন। ২০১০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি. ডিগ্রি লাভ করেছেন। ড. শিহাব শাহরিয়ার সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০০ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরে কর্মরত রয়েছেন। বর্তমানে জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপারের দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা, বাহরাইন, কাতার, মালয়েশিয়া, জার্মানী, ফ্রান্স, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ভুটান, আর্জেটিনা ও চিলি প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন। তার পছন্দ ভ্রমণ করা, নদীতে বৃষ্টি দেখা, পূর্ণিমার রাতে সমুদ্রে সৈকতে বসে থাকা। তার জন্ম : ১৯৬৫ সালে। জন্মস্থান: শেরপুর। বিবাহিত। তিনি প্রাচুর্য শাহরিয়ার ও সমৃদ্ধ শাহরিয়ার এই দুই পুত্রের জনক।