শেখ তাসলিমা মুন
শেখ তাসলিমা মুন জন্ম ১৯৬৫ সালে, বৃহত্তর যশােরের কালিয়াতে। সুইডেনে বসবাস করছেন '৯০ সাল থেকে। মা প্রয়াত বেগম মনােয়ারা সালাম। শিক্ষক ও সমাজকর্মী। বাবা শহীদ বুদ্ধিজীবী শেখ আব্দুস সালাম। একাত্তরের মুক্তিযুদ্ধে নিজেই একটি বাহিনী গড়ে তুলেছিলেন। যুদ্ধ চলাকালীন পাকিস্তান বাহিনী নৃশংসভাবে হত্যা করে তাঁকে। মুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন। পরে স্টকহােম বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আন্তর্জাতিক আইন বিষয়ে মাস্টার্স করেন। পেশা সুইডেনে সরকারি চাকরি। জুরি বাের্ডের সদস্য এবং সােশ্যাল ডেমােক্র্যাট পার্টির একজন সক্রিয় রাজনীতিক। প্রথম বই- “আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের দিনগুলােতে একটি ছয় বছরের শিশুকন্যার চোখের সামনে ঘটে যাওয়া, নিজেদের মোকাবেলা করা ব্যক্তিগত উপলব্ধির হৃদয়স্পর্শী স্মৃতিচারণ। দ্বিতীয় বই- অর্থ একটি দেবশিশুর নাম'। তৃতীয় বই- উপন্যাস : ‘পাথরনদী কথন। চতুর্থ বই- যদ্যপি আমার গুরু-পতি'।