শৈবাল মিত্র
শৈবাল মিত্র শৈবালের লেখা পড়লে বােঝা যায়, তিনি হলেন, সেই জাতের লেখক যিনি শিল্পকর্মকে নিছক সৌন্দর্যকর্ম বলে মনে করে না। উদ্দেশ্য বা ‘পারপাজ’ যদি না থাকে লেখার কোনাে সামাজিক মূল্য নেই, এই বিশ্বাসে তিনি লেখেন। ফলে শৈবালের লেখায় বলার কথা থাকে, সেটা যেমনই হােক। থাকে সমকালীন সমাজব্যবস্থার অন্তঃসারশূন্যতার কথা, থাকে ১মালােচনা। অজস্র প্রশ্ন হাজির করেন। এই আপাতপরিতৃপ্ত জীবন-যাপনের পদ্ধতি সম্পর্কে, ন্যায়নীতি, আইন, সর্বত্রই তার প্রশ্ন থেকে যায়। শৈবালের লেখা কখনাে কুখনাে রুক্ষ, রূঢ়, সােচ্চার। সেটা বােধহয় স্বাভাবিক। কিন্তু একটি বিষয়ে আমি নিশ্চিত, রুক্ষতা, তিক্ততা যাই থাক, শৈবাল শেষ পর্যন্ত মানবিক আবেদনটুকুই উদ্ধার করে আনেন তার লেখায়।