Skip to Content
Filters

author.name

শ্যামল চক্রবর্তী

শ্যামল চক্রবর্তী জন্ম ১৯৫৭। উদয়পুর রমেশ স্কুল, মহারাজা বীরবিক্রম কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাে করেন। বসু বিজ্ঞান মন্দিরে গবেষণা। সেন্ট জেভিয়ার্স কলেজের রসায়ন বিভাগে অধ্যাপনা দিয়ে কর্মজীবনের শুরু। বাইরের দেশে কিছুকাল উচ্চতর গবেষণা। বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করেন। বহু জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থের রচয়িতা। বইয়ের সংখ্যা একশাে কুড়ি। ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের সত্যেন্দ্রনাথ পুরস্কারে সম্মানিত। সায়েন্স অ্যাসােসিয়েশন অফ বেঙ্গল’ ও ‘কিশাের জ্ঞান বিজ্ঞান কর্তৃক দুই ভিন্ন বছরে ‘গােপালচন্দ্র ভট্টাচার্য’ পুরস্কারে সম্মানিত। ২০০১ সালে ভারতীয় যুক্তিবাদী সমিতি বর্ষসেরা বিজ্ঞান লেখক হিসেবে সম্মানিত করেছেন। ২০০৫ সালে। ‘জ্ঞান বিচিত্রা' পুরস্কার ও ২০০৯ সালে বিজ্ঞান সাহিত্যে রবীন্দ্র পুরস্কার লাভ করেছেন। লেখক বিজ্ঞান জনপ্রিয়করণ আন্দোলনে দীর্ঘকাল যুক্ত