Skip to Content
Filters

author.name

শ্যামাপ্রসাদ বসু

শ্যামাপ্রসাদ বসু অধ্যাপক, গবেষক ও প্রাবন্ধিক। জন্ম, ১৯৩৪ পূর্বমেদিনীপুরের তমলুক শহরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এম.এ. (ডবল) এবং রিসার্চ সুপার। রাঁচি বিশ্ববিদ্যালয়ের পি.এইচ. ডি.। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য অধ্যাপক ও পরীক্ষক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অতিথি অধ্যাপক ও পরীক্ষক। খড়গপুর কলেজ এবং পুরুলিয়ার নিস্তারিণী কলেজের প্রাক্তন রিডার। বাংলায় ইতিহাস বিষয়ক সর্বাধিক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ব্যারাকপুর সম্মেলনে মধ্যযুগের শাখার সভাপতিত্ব করেন। সরকারি-বেসরকারি বহু জনহিতকর শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষাপর্ষদের প্রাক্তন সভাপতি।